বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

যশোরে ফল বিক্রেতার লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ১২:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

যশোরে আকিকুল ইসলাম (৫০) নামে এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে যশোর শহরের মুজিব সড়কে মডেল মসজিদের পাশের এক গলি থেকে লাশ উদ্ধার করা হয়। 

আকিকুল ইসলাম যশোর ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। 


বিজ্ঞাপন


নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, আকিকুল ইসলামের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে একটি ফলের দোকান আছে। মঙ্গলবার রাত ৯টার পরে তিনি ঝিকরগাছা এলাকায় ছিলেন। গভীর রাতে খবর পান- ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

তিনি বলেন, পুলিশের কাছে জানতে পেরেছি- একজন নারী মোবাইল ফোনে তাকে ডেকে আনে। এরপর বালির মধ্যে মুখ চেপে ভাইকে হত্যা করা হয়েছে। আকিকুলের দুই মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে। 

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, রাতেই লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে- তা এই মুহূর্তে জানা যায়নি। এই হত্যাকাণ্ডে পুলিশের একাধিক একাধিক টিম মাঠে কাজ করছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub