বগুড়ায় ছাত্রীনিবাস থেকে নাইমা হাসান নুপুর (১৯) নামের এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে সদর উপজেলার ঠেংগামারা এলাকায় অবস্থিত এমএম ছাত্রী নিবাসের ৩য় তলায় একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত শিক্ষার্থী নাইমা হাসান নুপুর দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পত্নীচান এলাকার হাসান আলীর মেয়ে। সে বগুড়া টিএমএসএস নার্সিং কলেজের বিএসসি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হোস্টেল সিকিউরিটি শাহানা বেগম জানান, রুমের দরজা লাগিয়ে ছিল নুপুর৷ পাশের রুমের দুইজন ছাত্রী হাসপাতালে ডিউটিতে যাওয়ার সময় নুপুরকে ডাকাডাকি করলে তার কোন সাড়া না পেয়ে তারা চলে যায়। পরে নিচে আমাকে বিষয়টি জানান। আমি নিচ থেকে তৃতীয় তলায় নুপুরের রুমে গিয়ে দরজা ধাক্কালে কোন সাড়া পাই না। একপর্যায়ে দরজার সামান্য ফাঁক দিয়ে লক্ষ করে দেখি সে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে এবং পরে দরজা ভেঙে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নুপুরের লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মো. রেদওয়ানুর রহিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের রুম থেকে বেশ কিছু চিরকুট সংগ্রহ করেছে পুলিশ। সব কিছু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত কোন অভিযোগ পাইনি৷ তবে এব্যাপারে থানায় ইউডি মামলা হবে।
প্রতিনিধি/ এজে