বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

থানচিতে নৌকাডুবির ৭ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

থানচিতে নৌকাডুবির ৭ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচিতে নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজের সাত দিন পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) বিকেলে থানচির ৪ নম্বর বলিপাড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড ক্রংক্ষ্যংপাড়া সংলগ্ন সাঙ্গু নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 

বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। 

উদ্ধার শান্তি রানি ত্রিপুরা (১০) ২ নম্বর তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশচন্দ্র পাড়া এলাকার মুতিজন ত্রিপুরার মেয়ে। 

আরও পড়ুন: নরসিংদীতে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা


বিজ্ঞাপন


তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা ঢাকা মেইলকে জানান, আজ বিকেলে বলি পাড়ার ক্রংক্ষ্যংপাড়া এলাকার সাঙ্গু নদীর তীরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে থানচি ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায়  মরদেহটি উদ্ধার করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলে বলেন, চিংড়ি ঝিরিতে নিখোঁজ দুই শিক্ষার্থীদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অপরজন ফুলবানী ত্রিপুরা এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর