সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নরসিংদীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

জেলা প্রতিনিধি, নরসিংদী 
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

নরসিংদী শিবপুরে বাসের ধাক্কায় মেহেদী হাসান (২০) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছেন। 

সোমবার (৮ জুলাই) দুপুরে শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের চৈতান্য এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত মেহেদী নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ছাত্র।

এ ঘটনায় বিক্ষিপ্ত সাধারণ মানুষ বাসে আগুন দেয়। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুরসহ ২ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মেহেদী। এমন সময় আচমকা সিলেটগামী রূপসী বাংলা নামে একটি বাস পিছন থেকে মেহেদিকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, একজন শিক্ষার্থী মারা গিয়েছে। বাসের ড্রাইভার তাৎক্ষণিক পালিয়ে যায়। বাসটিকে জব্দ করে হাইওয়ে থানা ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/  এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর