বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

তজুমদ্দিনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০২২, ০৭:২১ এএম

শেয়ার করুন:

তজুমদ্দিনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে বাগদা চিংড়ি মাছের রেনু ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মঞ্জুর (৩০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের একদিন পর ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার দূর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দালাল কান্দি মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে। বুধবার (১৮ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ সুইজ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বাগদা চিংড়ি মাছের রেনু ধরতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হন তিনি। 

পরে তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিস ও ভোলা কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর