মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বেগুন খেতের আড়ালে গাঁজা চাষ, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অভিনব কৌশলে বেগুন খেতের মাঝে গাঁজার চাষ করার অপরাধে আশির উদ্দীন (৩৮) নামের এক গাঁজা চাষিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবীদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার আশির উদ্দীন রঘুনাথপুর ইউনিয়নের ভবীদপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

আরও পড়ুন

শৈলকুপায় ২৫ কৃষকের ১০ হাজার কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আশির উদ্দীন দীর্ঘ দিন ধরে বাড়ির পাশে বেগুন খেতের মাঝে মানুষের চোখের আড়ালে নিষিদ্ধ গাঁজার গাছ রোপণ করে দীর্ঘদিন পরিচর্চা করে আসছিল। শনিবার তার নিজ বাসায় অভিযান চালিয়ে একটি গাঁজার গাছসহ আশির উদ্দীনকে গ্রেফতার করে হরিণাকুণ্ডু থানায় সোপর্দ করা হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষি আশির উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর