বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

নকলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

নকলায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

শেরপুরের নকলায় পুকুরে ডুবে তামান্না (৪) নামে এক শিশু মারা গেছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী কান্দাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার মহব্বত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু তামান্না ওই এলাকার ভ্যানচালক লিচু মিয়ার মেয়ে।

আরও পড়ুন

দিনাজপুরে পিকআপ চাপায় কৃষক নিহত

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে শিশু তামান্না সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার মহব্বত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুতে শোকাহত। পাশাপাশি এই বর্ষার মৌসুমে পরিবারের সবাইকে সচেতন থাকতে হবে। শিশুর প্রতি খেয়াল রাখতে হবে। পারিবারিক সচেতনতায় পারে পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধ করতে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর