মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রেল স্টেশন এলাকা থেকে ফেনসিডিলসহ রনি আহমেদ (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক রনি চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিজাউল ইসলামের ছেলে।

শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সংবাদ ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়।  এ সময় তার সঙ্গে থাকা ট্রলির মধ্যে কম্বলের মধ্যে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রেনে করে এই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটক রনি। তাকে দুপুরে আদালতে পাঠানো করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর