দিনাজপুরের ফুলবাড়ীতে গরু বোঝাই নছিমনের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
শুক্রবার (৫ জুলাই) জুম্মার নামাজের পর দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের উত্তর সুজাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে দিনাজপুরে আমবাড়ীহাট থেকে ছেড়ে আসা গরু বোঝাই নছিমনের মুখোমুখি সংর্ঘষ হয়।
ঘটনাস্থলে একজন নিহত ও ৫ জন আহত হয়। ফুলবাড়ী ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিলে সেখানে অপর একজন নিহত হন।
নিহত আমান উদ্দিন (৪৫) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নওনা গ্রামের বাসিন্দা। অপর জন একই উপজেলার পারোইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেনহাজুল (৪০)। অপরদিকে নছিমনে থাকা ৯টি গুরুর মধ্যে দু'টি ফ্রিজিয়ান গরু গুরুতর আহত হলে একটি গরু সেখানেই জবাই করা হয়।
বিজ্ঞাপন
ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করব।
প্রতিনিধি/এসএস