গোপালগঞ্জে সাপের কামড়ে আলমগীর মুন্সী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে উপেজলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাড়ির পাশের মাঠে তাকে সাপে কাটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে আনলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত আলমগীর মুন্সী গোপালপুর গ্রামের আজিজ মুন্সীর ছেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর মুন্সী দুপুর তিনটার দিকে স্থানীয় মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। পরে পরিবার খবর পায় তাকে সাপে কামড়েছে। খবর পাওয়ার সাথে সাথে তাকে নিয়ে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির চাকরি করতেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, কী সাপে কেটেছে সেটা বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে, বিষধর কোনো সাপে কেটেছে। তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/ এজে
বিজ্ঞাপন