বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

অভয়নগর প্রাণিসম্পদ দফতরের চত্বর থেকে গাঁজার গাছ উদ্ধার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ০৭:৫২ এএম

শেয়ার করুন:

loading/img

যশোরের অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি ৪ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) অভয়নগর থানা পুলিশ গাঁজার গাছটি উদ্ধার করে।


বিজ্ঞাপন


নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহিতা জানান, বৃহস্পতিবার সকালে জরুরি কাজে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যান তিনি। দাপ্তরিক কাজ শেষে অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রাণিসম্পদ দপ্তরের প্রধান গেটের পার্শে সীমানা প্রাচীরের পূর্ব দিকে একটি গাঁজার গাছ দেখেন। খবরটি ছড়িয়ে পড়লে দুপুরে অভয়নগর থানা পুলিশ এসে গাছ উদ্ধার করে নিয়ে যায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুজার সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি যুব চক্র অবৈধভাবে দপ্তর চত্বরে প্রবেশ করে গাঁজা সেবন করে আসছে। প্রশাসন এলে তারা দেয়াল টপকে পালিয়ে যায়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub