নেত্রকোনা মডেল থানা পুলিশ ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৭১০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ও বুধবার (০৩ জুলাই) দিবাগত মধ্যরাতে জেলা সদরের রাজেন্দ্রপুর ও শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিতে তাদের ইয়াবাসহ আটক করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চৌদ্দগ্রামে ৭২০ বোতল ফেনসিডিলসহ আটক ২
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন - সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আল-আমিন (৩০), একই উপজেলার চন্দ্রপতিখিলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রাসেল মিয়া (২২) ও জেলা শহরের মালনি এলাকার হাফিজ মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে বুধবার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোনা মডেল থানার এসআই আশরাফের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। ঘর তল্লাশি করে ৪১০ পিস ইয়াবা পাওয়ার পর সংশ্লিষ্ট ওই দু’জনকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
এদিকে বৃহস্পতিবার সকালে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ পারভেজ মিয়াকে আটক করেছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

