সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের  সংসদ সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ।

আরও পড়ুন

ঝালকাঠিতে দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান 

এ সময় আরও উপস্থিত ছিলেন,  নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর লিপি, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আপনারা যারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, আপানাদের কাজ হবে জনগণের ভোটের মর্যাদা রক্ষা করা। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আপনারা জনগণের উন্নয়নের কাজ করতে পারবেন। জনগণ চায় শান্তি-শৃঙ্খলা। উপজেলা অফিসে এসে হয়রানির শিকার না হতে। তাদের চাওয়া খুব সীমিত। আপনারা জনগণের চাওয়াকে মূল্য দিবেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর