রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ৭ কেজি ওজনের বিশাল আকারের একটি ঢাই মাছ ধরা পড়েছে।
সোমবার (১ জুলাই) ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে কর্ণসোনা এলাকায় হজু মন্ডল জেলের জালে মাছটি ধরা পড়ে।
বিজ্ঞাপন
সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা দরে মোট ২২ হাজার ৪০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
শাহজাহান শেখ জানান, মাছটি আমি প্রতি কেজিতে সামান্য কিছু লাভে বিক্রির আশায় অপেক্ষা করছি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙ্গাস, ইলিশসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

