বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সন্ত্রাসী হামলায় বীর মুক্তিযোদ্ধা মহসিন সরকার আহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জের কামারখন্দে সন্ত্রাসীদের হামলায় গুরুতর হয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মহসিন সরকার। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেছেন।

রোববার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল মধ্যপাড়ায় নিজ বাড়িতে এ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহত বীর মুক্তিযোদ্ধা মহসিন সরকার (৭৪) বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।


বিজ্ঞাপন


অভিযোগ সূত্রে জানা যায়, আলহাজ মনোয়ারা খাতুন (৬২)রা ৪ ভাই ১ বোন। এর মধ্যে বড় ভাই বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আ. আজিজ সরকার, মেঝ ভাই কামারখন্দ উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল সরকার, সেজ ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা আ. রহমান সরকার। বাবার পৈত্রিক বাড়ি ঝাঐল মধ্যপাড়ায় দীর্ঘদিন যাবত স্বামীকে নিয়ে বসবাস করেন মনোয়ারা খাতুন। তিনিও ক্যান্সার আক্রান্ত রোগী। তার স্বামী (অব:) সরকারি শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. মহসীন সরকারও হার্টের রোগী। এদের সঙ্গে প্রতিবেশী ঝাঐল মধ্যপাড়ার মরহুম ইব্রাহীমের ছেলে নূর মোহাম্মদ (৪০), মো. হান্নান (৩৭), মো. কাওছার (২৭), মরহুম ইব্রাহীমের স্ত্রী ছোনেকা খাতুন মনোয়ারা খাতুনের বসবাস বাড়ির সীমানার ৩ শতাংশ জায়গা দাবি করে দীর্ঘদিন যাবত স্বামী মহসিন সরকারসহ তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৬ মার্চ দুপুরে মনোয়ারা খাতুন ও তার স্বামী বীর মুক্তিযোদ্ধা মহসিনকে মারধোর, অকথ্য ভাষায় গালাগালিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। একই সঙ্গে তাদের বীর মুক্তিযোদ্ধা তিন ভাইকে নিয়ে অনেক আপত্তিকর কথাবার্তা এবং অশালিন ভাষায় গালাগালিজ করেন। এ বিষয়ে চলতি বছরের ৮ এপ্রিল কামারখন্দ থানার একটি জিডি করা হয়। যার জিডি নং- ৩৫২। এ নিয়েই দীর্ঘদিন যাবত চলে আসা দ্বন্দ্বের অংশ হিসেবে দাবীকৃত জমিটি দখলে নিতে পূর্বপরিকল্পিতভাবে আজ রোববার (৩০ জুন) সকালে ইব্রাহিম সরকারের ছেলে আব্দুল হান্নান, কাওসার সরকার, রুমিম সুলতানা, ফাতিমা খাতুন, ফুলপরি ও ইব্রাহিম সরকারের স্ত্রী সোনেকা বেগম এবং আব্দুল মান্নানের স্ত্রী বিথী খাতুন সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় মনোয়ারা খাতুনের অসুস্থ্য স্বামী বীর মুক্তিযোদ্ধা মহসিন সরকারের উপর হামলা চালায়। এ সময় তাদের বাঁধা দিতে গেলে মনোয়ারা খাতুনকেও এলোপাথাড়ি মারপিট করা হয়। গুরুতর আহত মহসিন সরকার ও তার স্ত্রী মনোয়ারা খাতুনের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জের আড়াই শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মনোয়ারা খাতুন।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। আহত মুক্তিযোদ্ধাকে দেখার জন্য হাসপাতালে পুলিশ পাঠানা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন