শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

শরীয়তপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
খোকন মাদবর

শরীয়তপুরের জাজিরায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে আহত হয়ে খোকন মাদবর (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জুন) সকালে জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের চিডারচর এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাতক্ষীরায় বজ্রপাতে শিশুসহ নিহত ২

নিহত খোকন মাদবর (৩৫) জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাদির মাদবর কান্দি গ্রামের নুরু মাদবরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, খোকন মাদবর পেশায় একজন জেলে। শনিবার রাতে পদ্মা নদীতে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার ফাঁদ পেতে রেখে বাড়িতে চলে আসেন খোকন। পরে রোববার সকালে নৌকা নিয়ে ওই জাল তুলতে নদীতে যান তিনি। পদ্মা নদীর পশ্চিম চিডারচর এলাকা থেকে জাল তোলার সময় হঠাৎ বজ্রপাতে খোকন অসুস্থ হয়ে পড়লে অন্যান্য জেলেদের সহায়তায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক খোকন মাদবরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খোকন মাদবরের বড়ভাই শাহিন মাদবর বলেন, আমার ভাই নিয়মিত পদ্মা নদীতে মাছ শিকার করে সংসার চালাতো। আজ সকালে হঠাৎ বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। তার দু’টি মেয়ে আছে। এখন তাদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত।


বিজ্ঞাপন


আরও পড়ুন: লংগদুতে বজ্রপাতে ৪ জন নিহত

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির আলম বলেন, সকালে বজ্রপাতের আঘাতপ্রাপ্ত এক জেলেকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কোনো পালস না পাওয়ায় তাকে মৃত ঘোষণা করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে নিহতের পরিবারকে প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর