রাজশাহীর গোদাগাড়িতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোদাগাড়ি উপজেলার ডোমকুলি অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন দুই জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মদিনা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ করতে না পেরে, হানিফ কেটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে তাদেরকে উদ্বার করেছেন। এসময় দুটি বাসের আরও অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্বার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনার পর প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানযটের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
ওসি আব্দুল মতিন জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্বার অভিযানে ফায়ার সার্ভিসের গোদাগাড়ি ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিট কাজ করেছে।
প্রতিনিধি/টিবি