চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত ডোবাতে মিলল সুলতান নামের তিন বছরের শিশুর অর্ধগলিত লাশ।
সুলতান কুমিল্লা জেলার হোমনা থানার শাহাবুদ্দিনের ছেলে। নিহতের বাবা উপজেলার কুমিরা ইউনিয়নে মাছের ব্যবসা করেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে ঘটনাস্থল গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ জুন) সকালে মাছ ব্যবসায়ী শাহাবউদ্দিন তার দুই ছেলেকে নিয়ে কুমিরা বাজারে মাছ বিক্রি করছিলেন। হঠাৎ দুই ছেলে থেকে ছোট ছেলের সুলতান উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি।
শুক্রবার দুপুরে জুমার নামাজে যাওয়ার সময় কয়েকজন মুসল্লি ছোট কুমিরা এলাকায় শওকত চৌধুরীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় একটি শিশুর লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা থানায় ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।
নিহত শিশুর বাবা শাহাব উদ্দিন বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বিজ্ঞাপন
কুমিরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. খোরশিদ আলম বলেন, নিখোঁজের পর থেকে ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি শাহাব উদ্দিন। শিশুটি যে স্থান থেকে নিখোঁজ হয়েছে ওই স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত ডোবায় তার লাশ পাওয়া যায়। বিষয়টি চিন্তার। শিশুটি কী পানিতে ডুবে মরল, নাকি কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে তা বুঝতে পারছি না।
সীতাকুণ্ড থানার সাব-ইন্সপেক্টর আমিরুল ইসলাম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে কিছুই বলা যাবে না। কিন্তু শিশুর বাবা শাহাব উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশটি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস