বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

পতেঙ্গায় বিল থেকে পরিত্যক্ত ২ রাইফেল উদ্ধার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের পতেঙ্গায় একটি বিল থেকে দু’টি রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে চসিকের ৩১ নম্বর ওয়ার্ড ফুলছড়িপাড়ার একটি বিল থেকে রাইফেল দু’টি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর মাঠের পাশে রাইফেল দু’টি কাপড় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ছিল। স্থানীয়দের নজরে আসলে ৯৯৯ এ ফোন দেয়।

স্থানীয়রা বলেন, বশির মেম্বারের বাড়ির পাশে তার একটি বিল থেকে অস্ত্র দু’টি উদ্ধার করে পুলিশ। বিলটি বিমানবন্দরের পাশে অবস্থিত।

আরও পড়ুন

সাতক্ষীরায় পুকুর থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

ওসি কবিরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মোছাম্মত ফাতেমা বেগম নামে এক নারী ৯৯৯ এ ফোন দিয়ে অস্ত্রের খবর জানায়। পরে থানার একটি টিম ঘটনাস্থল থেকে অস্ত্র দু’টি উদ্ধার করে। দু’টিই কাটা রাইফেল। ভেতরে দুই রাউন্ড গুলি ছিল।

আরও তথ্য সংগ্রহে ফিঙ্গারপ্রিন্ট নিতে অস্ত্র দু’টি ফরেনসিকে পাঠানো হবে বলেও জানান ওসি কবিরুল ইসলাম।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন