মেহেরপুর জেলায় প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী ও পুরুষের মোট সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬২৫ জন। যা জেলার মোট জনসংখ্যার ২২ শতাংশ।
জেলা পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর জেলাভিত্তিক রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলে এ তথ্য উঠে আসে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার সময় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর জেলাভিত্তিক রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
জনশুমারি ও গৃহ গণনা ২০২২ জরিপের জেলাভিত্তিক প্রতিবেদন অনুযায়ী মেহেরপুর জেলার মোট জনসংখ্যা ৭ লাখ ৩৫৬ জন। এর মধ্যে ৩ লাখ ৪ হাজার ৯৩ জন পুরুষ এবং নারী ৩ লাখ ৬৫ হাজার ২৩৭ জন। তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ২৬ জন।
জরিপের ফলাফলে আরও দেখা যায় মেহেরপুর জেলায় অবিবাহিত পুরুষের সংখ্যা সংখ্যা ৯৬ হাজার ৫৫২ জন এবং মোট ২ লাখ ৩৭ হাজার ৭২৫ জন পুরুষ বিবাহিত। অপরদিকে জেলায় মোট অবিবাহিতা নারীর সংখ্যা ৫৮ হাজার ৭৩ জন, মোট ২ লাখ ৬৫ হাজার ৮৯২ জন নারী বিবাহিতা।
আরও পড়ুন
জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসান।
এ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. আব্দুস সালাম এবং মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু।
স্বাগত বক্তব্য দেন- মেহেরপুর জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক মো. বসির উদ্দীন।
এ সময় জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস