শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বগুড়া আদমদিঘীতে শ্রমিককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

বগুড়া আদমদিঘীতে শ্রমিককে কুপিয়ে হত্যা

বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী (৬০) নামের এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

বুধবার (২৬ জুন) দিবাগত গভীর রাতে অন্তাহার দক্ষিণপাড়া মসজিদের সামনে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। 


বিজ্ঞাপন


নিহত কায়সার আলী আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের মৃত গরিবুল্লার ছেলে।  

আরও পড়ুন: কু‌ষ্টিয়ায় ভাতিজার বটির কোপে চাচা নিহত

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কায়সার আলী একজন দরিদ্র মানুষ। তিনি ইউনিয়ন পরিষদের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে কাজ করতেন। এছাড়া রাতে মিনহাজুল নামের এক ব্যক্তির পুকুর পাহারা দিতেন। গত কয়েক দিন ধরে রাতে পুকুর পাহারা বন্ধ করে গ্রামের বিভিন্ন স্থানে আম, জাম ও তাল কুড়াতেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নেত্রকোনায় ইমামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা

নিহতের ছেলে আব্দুল মোমিন জানান, তার বাবার গ্রামের সবার সঙ্গে সুসম্পর্ক ছিল। গত বুধবার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। কোনো এক সময় গ্রামের পাশে আম কুড়ানোর জন্য গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে মসজিদের সামনে ফেলে যায়। ভোরে মসজিদের মোয়াজ্জিন আব্দুস ছামাদ ফজরের নামাজের আযান দেওয়ার জন্য মসজিদে এসে কায়সার আলীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেন।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মঈন উদ্দিন জানান, খুনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারী শনাক্তের কাজ চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর