বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের চার দিন পর সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

loading/img

নরসিংদীতে নিখোঁজের চারদিন পর সেফটিক ট্যাংক থেকে মাইশা আক্তার নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ির সেফটিক ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


নিহত মাইশা আক্তার জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর গ্রামের শিলবাড়ির মোড়ের মেহেদী হাসানের মেয়ে মাইশা শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে এ ঘটনায় রাতেই পলাশ থানায় জিডি করে মাইশার বাবা।

আরও পড়ুন

মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব, কিশোরকে হত্যা করে লাশ বস্তাবন্দি

ঘটনার চার দিন পর আজ ভোরে নিজ বাড়ির সেফটিক ট্যাংক থেকে মাইশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া জামাল শেখ নামে একজনকে আটক করেছে র‍্যাব। জামাল শেখের বাড়ি কুষ্টিয়ায়। তবে কি কারণে মাইশাকে হত্যা করেছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি পুলিশ।


বিজ্ঞাপন


পলাশ থানার ওসি তদন্ত মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আজ ভোরে ডাংগা থেকে জামাল শেখ নামে বাড়ির ভাড়াটিয়াকে আটক করেছে র‍্যাব। তাকে পলাশ থানায় হস্তান্তর করবে র‍্যাব। শিশুকে কি কারণে হত্যা করা হয়েছে তা আটকৃতকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন