চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আশরাফ উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ জুন) বিকেলে কর্ণফুলী নদীর হামিদ চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত কাজলের বাড়ি বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে একটি যাত্রীবাহী নৌকা ফেরিকে ধাক্কা দিলে নৌকা থেকে কাজলসহ দু’জন নদীতে পড়ে যান। তাদের মধ্যে নূর কাদের নামে একজন তীরে উঠতে পারলেও কাজল নদীতে তলিয়ে যান।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, কাজল চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক। শনিবার ফেরির ধাক্কায় তিনি নদীতে তলিয়ে গিয়েছিলেন। রোববার সন্ধ্যায় হামিদচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস