মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেবহাটা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কারাগারে

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ০৯:০৬ এএম

শেয়ার করুন:

দেবহাটা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কারাগারে

স্বর্ণ চোরাচালান মামলায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদৌস আলফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৩ জুন) খুলনা মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শরিফ মোহাম্মদ হায়দার নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানার নির্দেশ দেন।


বিজ্ঞাপন


রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থেকে ১২টি স্বর্ণের বারসহ মাসুম বিল্লাহ নাম একজনকে আটক করে পুলিশ। মাসুমের জুতার নিচে কৌশলে স্বর্ণের বারগুলো রাখা ছিল। উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। আটক মাসুম বিল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজলার শাকড়া গ্রামর আলম গাজীর ছেলে। বারগুলো সাতক্ষীরার দেবহাটা উপজেলার চেয়ারম্যান আলফার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। বাসে ওঠার পর মাসুম বিল্লাহ একাধিকবার চেয়ারম্যানের সঙ্গে কথাও বলেন। এ ঘটনায় ওই দিন আলফাসহ ৪ জনের বিরুদ্ধে খুলনার লবণচরা থানায় মামলা হয়।


বিজ্ঞাপন


খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান আলফার বিরুদ্ধে অনেকদিন ধরে ভারতে স্বর্ণ চোরাচালানের অভিযোগ রয়েছে। স্বর্ণ চোরাচালান মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। খুলনা মহানগর হাকিম আদালতে হাজির হলে তাকে তাকে কারাগারে পাঠানার নির্দেশ দেন আদালত।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর