রাজশাহীর পুঠিয়ায় জান্নাতুল আরাবী (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ জুন) সকালে উপজেলার মধ্য তেলিপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।
জান্নাতুল আরাবী ওয়াজুল ইসলামের মেয়ে ও বিড়ালদহ কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তার বাবা ওয়াজুল ইসলাম বলেন, শনিবার রাতে সবাই খাবার শেষে ঘুমাতে যাই। রোববার সকালে মেয়ের ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে দরজা ভাঙলে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মৃত অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখা যায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, পরে আমরা পুলিশকে জানাই। এরপর পুলিশ এসে লাশ নামায়। তবে কী কারণে মেয়ে আত্মহত্যা করেছে, তা বুঝতে পারছি না।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। মৃত্যুর আগে সে তার ফেসবুক আইডির সবকিছু ডিলিট করে দেয়। এছাড়া একটি সুইসাইড নোট আমরা পেয়েছি।
প্রতিনিধি/এসএস