ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকা চাওয়ায় আবুল কাশেম (৪০) নামের এক অটোরিকসা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রবি মিয়ার নামের তার এক প্রতিবেশীর বিরুদ্ধে।
গতকাল শনিবার উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় আজ রোববার।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের হযরত আলীর ছেলে রবি মিয়া ও আবুল কাশেমের মধ্যে পাওনা টাকা ও জমিজমা নিয়ে প্রায় এক বছর ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিস হলেও সালিসের সিদ্ধান্ত মেনে নেননি রবি মিয়া।
এ অবস্থায় পাওনা ১ লাখ ৮০ হাজার টাকা চাইতে গেলে হুমকী-ধামকী দিয়ে আসছিল রবি মিয়া। শনিবার দুপুরে আবুল কাশেমের স্ত্রী জোস্না বেগম রবির কাছে টাকা চায়।
সূত্র আরো জানায়, পাওনা টাকা চাওয়ায় উত্তেজিত হয়ে রবির লোকজন আবুল কাশেমের বাড়িতে গিয়ে তার স্ত্রী জোস্না ও মেয়ে শিল্পীকে মারধর করে। এ সময় বাড়ির লোকজন কাশেমকে খবর পাঠালে তিনি এসে বাধা দেওয়ার সময় তার ওপরেও হামলা করে রবির লোকজন।
এ সময় আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কাশেমের অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।
বিজ্ঞাপন
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মো. সুরজ মিয়া (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/ একেবি