মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২২ জুন ২০২৪, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৩ হাজার ৮৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১১)।

শনিবার (২২ জুন) র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত মনির হোসেন জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

এর আগে, শনিবার সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করে ওই ইয়াবাসহ মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মো. মনির হোসেন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।  তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর