শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের ১৯ দিন পর বাবার বাড়িতে এসে মেয়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২২ জুন ২০২৪, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

বিয়ের ১৯ দিন পর বাবার বাড়িতে এসে মেয়ের আত্মহত্যা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বিয়ের পর প্রথমবার বাবার বাড়িতে বেড়াতে এসে খাতিজা বেগম (১৯) নামে এক নববধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২১ জুন) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে খেঁদারবান পাড়ায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারে লামা থানা ফাইতং ফাঁড়ির পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থলে যায়।

মৃত গৃহবধূ খাতিজা বেগম খেঁদারবান পাড়ার মো. ইব্রাহিম বৈদ্যের মেয়ে এবং ১৯ দিন আগে তার বিয়ে হয়।

আরও পড়ুন

স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ঘুরতে দেখে স্বামীর আত্মহত্যা

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জুবাইরুল ইসলাম বলেন, বাবার বাড়িতে গলায় ফাঁস দিলে পরিবারের লোকজন তাকে প্রথমে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসককে খবর দেন। পল্লি চিকিৎসক মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে লামা থানার ওসি মোহাম্মদ শামীম শেখ বলেন, কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর