রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২০ জুন ২০২৪, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চার যাত্রী। 

বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিএনজিতে ট্যাংকলরির ধাক্কা, শিশু নিহত

এ বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

নিহত খাদিজা বাবুগঞ্জ উপজেলার গুঠিয়া গ্রামের নয়াবাড়ির বাসিন্দা।

এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঈদের ছুটিতে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

এ বিষয়ে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ফরহাদ পরিবহন নামে একটি বাস উজিরপুর থেকে যাত্রী নিয়ে বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে আসছিল। অন্যদিকে একই সময় সামীসাদি নামে অপর একটি বাস বরিশাল থেকে যাত্রী নিয়ে উজিরপুর যাচ্ছিল। গাড়ি দু’টি ওই এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় খাদিজা ফরহাদ পরিবহনের সামনের বক্সে বসেছিলেন। 

তাই তিনি বাসের সামনের কাচ ভেঙে সামীসাদি বাসটির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর