মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইঞ্জিনিয়ারের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২০ জুন ২০২৪, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

বরিশাল নগরীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সদ্য পাস করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সামিউল (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। 

নগরীর আমিরকুটির এলাকার কাজী মঞ্জিলে বৃহস্পতিবার (২০ জুন) ভোরে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলের বারান্দায় ছাত্রীর ঝুলন্ত লাশ

বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

সামিউল আমিরকুটির এলাকার স্বপন কাজীর ছেলে। তিনি চলতি বছর বরিশাল পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন।

আরও পড়ুন: শিবগঞ্জে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিজ্ঞাপন


নিহত সামিউলের বড় ভাই বলেন, বৃহস্পতিবার ভোর রাতে ফজরের নামাজ পড়তে যাই। এসে দেখি দোতালায় আমাদের চিলেকোঠায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে সামিউল। 

তিনি আরও বলেন, আত্মহত্যার আগে সামিউল তার ফেসবুকে স্টাটাসে লিখেছেন, ‘শূন্য জীবন আর কত! মা-বাবা আমাকে মাফ করে দিও’।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, আমির কুটির এলাকায় একটি আত্মহননের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর