বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেঘনায় মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মে ২০২২, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে বাগদা চিংড়ি মাছের রেনু ধরতে গিয়ে স্রোতের টানে হারিয়ে গেছেন মো. মঞ্জু (৩০) নামে এক জেলে। তাকে উদ্ধারে নেমেছে তজুমদ্দিন উপজেলা ফায়ারসার্ভিস ও ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের যৌথ একটি টিম।

বুধবার (১৮ মে) সকাল ১০টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ সুইজ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে।


বিজ্ঞাপন


তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো মেঘনা নদীর সুইজ ঘাট এলাকায় বাগদা চিংড়ি মাছের রেনু শিকার করতে যায় মঞ্জু। মাছ শিকারের এক পর্যায়ে হঠাৎ মেঘনা নদীর তীব্র স্রোতে নদীর মাঝপথে চলে যায় সে। তখন তার সাথে অন্যান্য জেলেরাও ছিল। তারা মঞ্জুকে নদীর মাঝপথ থেকে ফিরিয়ে আনতে পারেনি। তাদের চোখের সামনেই মঞ্জু তলিয়ে যায়। তাৎক্ষণিক বিষয়টি তারা তজুমদ্দিন থানায় জানালে থানা থেকে কোস্টগার্ড ও তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। অভিযান চলছে। তবে এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে।

এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub