শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

বরগুনায় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান 

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৯ জুন ২০২৪, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

বরগুনায় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান 

বরগুনায় সামাজিক ও মানবিক সংগঠন আছিয়া এন্তাজ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে দুই লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এ সময় ৪০ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

বুধবার (১৯ জুন) এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি দেওয়া হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী সামাদ স্কুলের রিইউনিয়ন অনুষ্ঠিত

আছিয়া এন্তাজ ফাউন্ডেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন - বরগুনা: ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। 

এ বৃত্তি প্রদানের সময় আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম


বিজ্ঞাপন


ওই আলোচনায় অংশ নেন আ ক ম মোস্তফা জামান, মাজেদা বেগম অধ্যক্ষ (অব.) সরকারি জনতা কলেজ দুমকি পটুয়াখালী, গাজী মো. জয়নাল আবেদিন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর