বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, ডুবছে শহরের বিভিন্ন এলাকা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৯ জুন ২০২৪, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, ডুবছে শহরে বিভিন্ন এলাকা

বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

বুধবার (১৯ জুন) ভোর রাত থেকে সুনামগঞ্জে আবারও বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে শহরে ফের পানি প্রবেশ করতে শুরু করেছে।


বিজ্ঞাপন


8b9c0f44-95e0-43a2-a53f-6739e0548ea2

সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করায় অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। নতুন করে প্লাবিত হচ্ছে শহরের নতুনপাড়া, হাজিপাড়া, বড়পাড়া, হাছনগরসহ নিচু এলাকা।

6c544a94-f21a-49d7-a537-ae2b890a29f8

তবে গতকাল থেকে সুরমা নদীর পানি কিছুটা কমে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 


বিজ্ঞাপন


গেল ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

3d883fa7-a6d3-4998-832f-ca975f39b25b

এদিকে বসতভিটায় পানি ওঠায় বাধ্য হয়ে সোমবার রাত থেকে পরিবার পরিজন ও গৃহপালিত পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে শ্রমজীবী মানুষ। গ্রামীণ সড়ক একের পর এক ডুবছে। জেলার ছাতক থেকে গোবিন্দগঞ্জ সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ বানের পানিতে তলিয়ে গেছে। এসব সড়কের ওপর দিয়ে তীব্র স্রোত যাচ্ছে। এছাড়া, সোমবার থেকেই প্লাবিত আছে জেলার ১০ উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে আছে দুই লাখের বেশি মানুষ। 

08d83630-e38a-44ae-8c7d-dd20ab687b27

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যহত থাকবে। এতে পানি আরও বাড়তে পারে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর