শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বাঘাইছড়িতে গুলিতে বাস হেলপার নিহত

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি 
প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

বাঘাইছড়িতে গুলিতে বাস হেলপার নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় আঞ্চলিক দলের সশস্ত্র কর্মীদের গুলিতে মো. নাঈম (৩৫) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে বাঘাইহাট বাজারে এ ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


নিহত মো. নাঈম শান্তি পরিবহন নামে একটি বাসে হেলপারের (সহকারী) কাজ করতেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ইটভাটার পেছন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

স্থানীয় সূত্রে জানা যায়, গুলিতে আহত হওয়ার পর নাঈমকে মুমূর্ষু অবস্থায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুলেই চাকমা ও চিক্কো চাকমা নামে দু’জন আহত হয়েছে। তবে পুলিশের কাছে আহতের ঘটনার বিষয়ে কোনো তথ্য নেই।

পুলিশ জানিয়েছে, দু’টি আঞ্চলিক দলের গোলাগুলিতে একজন বাস হেলপার আহত হয়। পরে দীঘিনালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তি মারা গেছেন। 


বিজ্ঞাপন


এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। 

আরও পড়ুন: খাগড়াছড়িতে লেকের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় দু’টি আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় একজন আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য দীঘিনালায় নেওয়া হলে সেখানেই মারা যান। লাশ সেখানে আছে। এ ঘটনায় আরও কেউ আহত হয়েছে কিনা, সেই তথ্য এখনও আমাদের কাছে নেই।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর