মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সুনামগঞ্জে শহরের বিভিন্ন এলাকায় ঢুকেছে নদীর পানি

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 
প্রকাশিত: ১৭ জুন ২০২৪, ১১:৫১ এএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে শহরের বিভিন্ন এলাকায় ঢুকেছে নদীর পানি

সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ঢুকেছে নদীর পানি। এছাড়া প্লা‌বিত হ‌তে শুরু ক‌রে‌ছে সেখানকার নিম্নাঞ্চল।

সোমবার (১৭ জুন) এ বিষয়টি নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চারিদিকে শুধুই পানি, নেই শুধু সুপেয় পানি

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের চেরাপুঞ্জিতে ও গতরাতে সুনামগ‌ঞ্জে অস্বাভাবিক অব্যাহত বর্ষণের ফলে পাহাড়ি ঢলের পানি আসছে সুনামগঞ্জের বিভিন্ন নদী দিয়ে। ফলে সুরমা নদীর পানি সুনামগঞ্জ প‌য়ে‌ন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপ‌র দিয়ে প্রবাহিত হ‌চ্ছে। 

এছাড়া নদীর পা‌নি প্রবেশ কর‌ছে সুনামগঞ্জ পৌর শহ‌রের বি‌ভিন্ন আবা‌সিক এলাকায়। প্লা‌বিত হ‌তে শুরু ক‌রে‌ছে নিম্নাঞ্চল।

পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৩৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর চেরাপুঞ্জিতে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে বাড়তে পারে নদ-নদীর পানি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কলমাকান্দায় আগুনে ৯ দোকান পুড়ে ছাই

এছাড়াও জেলার ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর ও তা‌হিরপুর উপ‌জেলার অন্তত ৩০ গ্রা‌মের মানুষ পানিবন্দী হ‌য়ে আছে। জেলার অন্তত শতা‌ধিক অভ্যন্তরীণ সড়ক ত‌লি‌য়ে যাওয়ায় চরম দু‌র্ভো‌গে প‌ড়েছেন বা‌সিন্দারা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃ‌ষ্টিপাত আরও ৪৮ ঘণ্টা অব‌্যাহত থাক‌বে এবং নিম্নাঞ্চলে বন‌্যা প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর