নড়াইল সদর উপজেলায় নিউটন গাজী (৪০) নামে এক ব্যক্তিকে যৌন নিপীড়ন মামলায় গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
রোববার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোবরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
এদিন রাতে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার নিউটন গাজী নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের আবুল গাজীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার নিউটন গাজীর নামে ১৪ জুন নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরে রোববার গোপন সংবাদে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নরোত্তম কুমার সঙ্গীয় ফোর্সসহ নিজ বাড়ি থেকে নিউটন গাজীকে গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার নিউটন গাজীর নামে যশোর জেলার বাঘারপাড়া, অভয়নগর ও নড়াইল সদর থানায় ডাকাতি, চুরিসহ মোট ৮টি মামলা রয়েছে। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস