রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ঢাকা

শ্রমিকলীগ কর্মী হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

শ্রমিকলীগ কর্মী হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী ইমরান হোসেনকে (৩২) কুপিয়ে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ জুন) সকালে নলছিটি পৌরসভার নান্দিকাঠি এলাকার একটি ডোবা থেকে দু’টি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুত্রবধূর হাতে প্রাণ গেল শাশুড়ির

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল আলম।

তিনি জানান, শ্রমিকলীগ কর্মী ইমরান হত্যায় আসামি আল আমিনকে এক দিনের রিমান্ডে আনা হয়েছে। তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডের ঘটনাস্থলের পাশে একটি ডোবা থেকে দু’টি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: এমপি আনারের হত্যাকারীদের ফাঁসি দাবি


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে ইমরান মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। নান্দিকাঠি এলাকায় পৌঁছলে পথে রশি টানিয়ে ইমরানের পথরোধ করেন চাচাতো ভাই আল আমিনের নেতৃত্বে ছয়–সাত ব্যক্তি। ইমরান মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইমরানের পিতা আ. রশিদ হাওলাদার পরের দিন দু’জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। 

এ ঘটনায় গত ৪ জুন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলে পাঠান।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর