সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফেনীর পশু হাটে অব্যবস্থাপনা, ৭০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

মহাসড়কে পশুর হাট মুক্ত রাখতে ও কোরবানির পশুর হাটে সুষ্ঠু ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা রক্ষায় ফেনীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এ সময় চারজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৪ জুন) ফেনী সদর, দাগনভূঞা, ছাগলনাইয়া ও সোনাগাজীর বিভিন্ন পশুর হাটে এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও সুন্দরপুর অস্থায়ী পশুর হাটে অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা। অভিযানে আইন ভঙ্গ করায় এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।

আরও পড়ুন

অতিরিক্ত হাসিল আদায়ে একজনকে জেল, ৩ লাখ টাকা জরিমানা

কালীদহের হাজীর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছাগলনাইয়া উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। অভিযানে এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


সোনাগাজী উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা। এ সময় এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন জেলাজুড়ে অভিযান পরিচালনা করে মোট চারজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, মহাসড়ক পশুর হাট মুক্ত রাখা ও কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন