বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

উদ্ধার হওয়া ১২ পানকৌড়ি গেল রাঙ্গুনিয়া ইকোপার্কে

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

রাঙামাটির কাপ্তাই রেঞ্জের বিএফআইডি‌সি শিল্প এলাকা থেকে উদ্বার করা ১২টি পানকৌ‌ড়ি রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করেছে বন বিভাগ।

শনিবার (১৫ জুন) সকালে পানকৌড়িগুলো রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


কাপ্তাইয়ের রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগ সর্বদা বদ্ধপরিকর। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৪ জুন) কাপ্তাই রেঞ্জ থেকে উদ্ধার হওয়া ১২টি পানকৌড়ি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়েছে।

এ সময় কাপ্তাই প্রেস ক্লাব সাবেক সভাপতি কবির হোসেনসহ রাঙ্গুনিয়া ইকোপার্কের কর্মকর্তা ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন