মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ১১:১৯ এএম

শেয়ার করুন:

ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজিচালক ত্রিশাল উপজেলার আমির উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৪০)। তবে নিহত যাত্রীর পরিচয় এখনও মেলেনি।


বিজ্ঞাপন


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডুরা এলাকায় ময়মনসিংহগামী ওই ট্রাকটি বিপরীতমুখী এক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর