নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহ আল মাসুদ নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে জখম করেছে মাদক কারবারিরা।
শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় তার ওপর হামলা চালায়ে তারা।
বিজ্ঞাপন
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মাসুদ উপজেলার ভুলতা ইউনিয়নের ছোনাব এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিজ্ঞাপন
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুলতা এলাকায় শাহীন, রবিউল ও রাব্বি নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছে। গত কয়েক মাস আগে মাসুদ রানা ও তার লোকজন তাদের মাদক কারবারে বাধা দেয়। এ নিয়ে মাসুদের সঙ্গে শাহীনের বাগবিতণ্ডা হয়। ওই সময় মাসুদ ও তার লোকজন শাহীনকে পিটিয়ে আহত করে। এরই জের ধরে শুক্রবার রাতে পাড়াগাঁও এলাকায় মাসুদকে একা পেয়ে শাহীন, রাব্বি, রবিউল, কালুসহ বেশ কয়েকজন মিলে শাহ আল মাসুদকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিল্লুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের এলাকায় অভিযান চালানো হচ্ছে।
টিবি

