কুমিল্লার মনোহরঞ্জে আবদুল মালেক নামে এক ব্যক্তিকে গুলি করে তার স্ত্রীর গলার চেইন ছিনতাই করেছে দুবৃত্তরা। গুলিবিদ্ধ বাবাকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে স্ট্রোক করে মারা গেছেন তাদের বড় ছেলে মো. ফারুক।
বৃহস্পতিবার (১৩ জুন) ভোর সাড়ে ৫টায় উপজেলার সরশপুর ইউপির দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চাটখিলের দিক থেকে দু’টি মোটরসাইকেলে চারজন লোক আসে দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামে। এ সময় তারা আবদুল মালেকের চায়ের দোকানের সামনে দাঁড়ায়। তখন চায়ের দোকানে আবদুল মালেক (৭০) ও বাইরে তার স্ত্রী সাহিদা আক্তার (৫৫) দাঁড়িয়ে ছিলেন।
এ সময় মোটরসাইকেলে বসা একজন সিগারেট আছে কি না জিজ্ঞেস করে। একপর্যায়ে তাদের একজন বাইরে থাকা দোকানদার মালেকের স্ত্রীর গলার চেইন ও কানের দুল টান দিলে সে চিৎকার দেয়, এ সময় তার স্বামী মালেকও বাইরে এসে চিৎকার করলে দুর্বৃত্তদের একজন মালেককে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ মালেককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মালেকের বড় ছেলে ফারুক ঘটনা শুনে তাড়াহুড়ো করে হাসপাতালে যাওয়ার পথে রিকশা উল্টে পড়ে যায় এবং সেখানে স্ট্রোক করে মারা যান।
বিজ্ঞাপন
মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মো শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস