বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

তানোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীর তানোর উপজেলায় পৃথক দুটি ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার  হঠাৎপাড়া ও গোবীরপাড়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার বনকেশর এলাকার মো. সানাউল্লাহর ছেলে শমসের আলী (৪৫) এবং গোবীরপাড়া এলাকার মৃত আবু মাসুদের স্ত্রী রোজিনা খাতুন (৪৪)।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর পৌরসভার হঠাৎপাড়া এলাকায় একটি ভবনে কাজ করছিলেন রাজমিস্ত্রী শমসের আলী। এ সময় অসাবধনতাবশত তার মাথায় ইট পড়ে। এতে তিনি ও এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শমসেরকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, সকালে রোজিনা খাতুন নামে এক নারী পুকুরপাড়ে কাজ করতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যান। এসময় তিনি আর উঠে আসতে পারেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, রোজিনার মৃগী রোগ ছিল। সে জন্য হয়ত তিনি পানি থেকে আর উঠতে পারেননি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, পৃথক দু’জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। দুই জায়গায় পুলিশ পাঠানো হয়। আইনী প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছেন (ওসি) আব্দুর রহিম।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর