বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রেমিকার অন্যত্র বিয়ে, প্রেমিকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ০২:১২ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোহাম্মদ ফাহিম (২০) নামের এক যুবক।

মঙ্গলবার (১১ জুন) রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সুন্দরপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. মুজিব।


বিজ্ঞাপন


মৃত ফাহিম উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টাইগার ক্লাব সংলগ্ন মোহাম্মদ নূর নবীর ছেলে।

তাদের নিজস্ব কোনো ঘরবাড়ি না থাকায় স্থানীয় নাছিরের বাড়ির চকিদার হিসেবে সেখানেই তারা বসবাস করত বলে জানা গেছে।

আরও পড়ুন

মেয়েকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যা

জানা যায়, ফাহিম রাজমিস্ত্রীর কাজ করতেন। ফাহিমের সঙ্গে স্থানীয় এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সে মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল। এ শোক সইতে না পেরে সে গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি তদন্ত আবু জাফর বলেন, আমরা খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন