মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সরাইলে কার্টনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

সরাইলে কার্টনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্টনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মেরাতলী এলাকায় ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।

তিনি বলেন, বুধবার সকালে শাহবাজপুর ইউনিয়নের মেরাতলী এলাকায় ব্রিজের নিচে কার্টুনে মোড়ানো এক নবজাতক দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ১ দিনের এক মেয়ে বাচ্চার মরদেহ উদ্ধার করে। এরপর সেটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয় জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে বাচ্চার মরদেহ কার্টুনে মোড়িয়ে ফেলে যায়। বাচ্চার পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর