বেনাপোলে আলোচিত তৃতীয় লিঙ্গের রেশমা হত্যা মামলার এজাহারভুক্ত ২য় আসামি আল মামুনকে (২০) গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) রাতে সাতক্ষীরা শ্যামনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামি আল মামুন কাগজপুকুর কলুপাড়া গ্রামের ছামির আলী ছামিদের ছেলে।
বিজ্ঞাপন
জানা যায়, গত ১১ মার্চ বিকেলে বেনাপোল পৌরসভার কাগজপুকুর কবরস্থান থেকে রেশমার মরদেহ উদ্ধার করা হয়। রেশমা খাতুনকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করে কবরস্থানে পুতে রাখে হত্যাকারিরা।
ওসি সুমন ভক্ত জানান, এ হত্যার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
প্রতিনিধি/টিবি