মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের চালকের

জামালপুরের মেলান্দহে গাড়ি থেকে ছিটকে পড়ে মো. বিপুল মিয়া (১৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তবে নিহত বিপুলের পরিবারের দাবি তাকে তার বন্ধুরা ডেকে নিয়ে গাড়ি থেকে ফেলে হত্যা করেছে।

সোমবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া খায়েরপাড়া গাড়ি থেকে পড়ে আহত হন বিপুল।


বিজ্ঞাপন


পরে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। নিহত বিপুল উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম নাগেরপাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে। বিপুল মিয়াও মাহিন্দ্রা গাড়ি চালক ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় নিহত বিপুল ও তার তিন বন্ধু এবং গাড়িচালক আরিফসহ মাহিন্দ্রা গাড়ি নিয়ে ছবিলাপুর থেকে তেলিপাড়া যাচ্ছিল। এ সময় খায়েরপাড়া পৌঁছালে গাড়ির ওপর থেকে পড়ে বুকে প্রচণ্ড আঘাত পান বিপুল। আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহতের চাচা তারা মিয়া বলেন, মাহিন্দ্রা গাড়ির মালিক মাসুদ বিপুলকে ডেকে নিয়ে যায়। বিপুল আগে তার গাড়ি চালিয়েছে। কিছুদিন ধরে তার গাড়ি চালায় না। তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বিচার চাই আমরা।

গাড়ি মালিক মাসুদ জানান, এ ঘটনায় সম্পর্কে আমার কিছু জানা নেই। তার ড্রাইভারের সঙ্গে সে গিয়েছিল। হঠাৎ করে গাড়ি থেকে পড়ে গিয়ে বুকে আঘাত পায়। পরে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে পাঠালে সেখানে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত বিপুলের পরিবারের কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর