বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১১ জুন ২০২৪, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দু’জন।

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪টায় চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে গোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার গোগরা গ্রামের বাহরাইন প্রবাসী মোজাম্মেল হোসেন (৪৫) ও তার স্ত্রী পিংকি আক্তার (৩০)। অপরজন মো, সবুজ হোসেন (২৫)। এর মধ্যে সবুজ হোসেন ঘটনাস্থলে ও অন্য দু’জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

জানা যায়, যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশা হাজিগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে দুজন নিহত হয়। এ সময় আহত হয় আরও দুজন। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর