কিশোরগঞ্জের তাড়াইলে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৬ মে) সকালে উপজেলার বোরগাও হিন্দুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বলৎকারের ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে সায়েম মিয়া (১৬) নামে একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।
মামলার এজহার থেকে জানা যায়, উপজেলার বোরগাঁও হিন্দুপাড়া গ্রামে সোমবার (১৬ মে) সকাল ১০টার দিকে বাড়ির পাশে পাট ক্ষেতে পাখি শিকার করার কথা বলে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন একই গ্রামের মৃত সাদেক মিয়ার পুত্র সায়েম মিয়া। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত সায়েম মিয়া। পরে ভুক্তভোগী শিশুটি অসুস্থতা বোধ করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিজ্ঞাপন
এই ঘটনায় সোমবার রাতেই ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর -৯(১) ধারায় সায়েম মিয়া কে আসামী করে মামলা দায়ের করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার বলেন, স্থানীয় কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র বলৎকারের স্বীকার হয়েছে এই মর্মে শিশুটির বাবা বাদী হয়ে তাড়াইল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করেছেন।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।