শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

শেষ সময়ে মনোনয়ন জমা দিলেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী ইমরান

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মে ২০২২, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

শেষ সময়ে মনোনয়ন জমা দিলেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী ইমরান
ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আ. লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি।

মঙ্গলবার (১৭ মে) বিকাল ৪টায় মঙ্গলবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রির্টান কমিশনার শাহেদুন্নবী চৌধুরী কাছে
মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি পক্ষে জসিম উদ্দিন নামে এক শিক্ষক মনোনয়নপত্র জমা দেন।


বিজ্ঞাপন


ইমরান খান কুমিল্লা চেম্বার অব কর্মাসের সভাপতির দায়িত্ব পালন করছেন। 

বিষয়টি নিশ্চিত করে স্কুল শিক্ষক জসিম উদ্দিন আহমেদ জানান, নেতা-কর্মীদের চাপে ইমরান খান নির্বাচনে অংশগ্রহণ করছেন, আশা করি আমি এ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবো।শেষদিন পর্ষন্ত আমরা মাঠে থাকবো।

বিদ্রোহী প্রার্থী হয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা বিদ্রোহী প্রার্থী হিসেবে এখানে আসি নাই। আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই এসেছি এবং মনোনয়ন পত্র জমা দিয়েছি।
 
আরেক প্রশ্নের জবাবে ইমরানের পক্ষে মনোনয়ন জমা জসিম উদ্দিন বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনে নানান সমস্যা। মাসুদ পারভেজ খান ইমরান একজন ক্লিন ইমেজের নেতা। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

এদিকে, আজ শেষদিনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী নিরাপত্তার কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।
 
কুমিল্লা সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরী বলেন, এখন পর্যন্ত  ৬ জন মেয়র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান,  সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু,  নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, ইসলামি আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল। 

এমএস/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর